Capturing Memories, Creating Stories
"এ শেষ, শেষ নয় নতুন উদ্যমে শুরু। কয়েক বছরের আগের কথা ক্যালেন্ডারে সময় তখন অক্টোবর ২০১৯। আর তুমি যখন বিষয় টি পড়ছো তখন অর্থনীতি ৫৬ তম ব্যাচ দীর্ঘতম অতীত আমাদের কাছে। অর্থনীতি ৫৬ তম ব্যাচের পথ চলা ৩৬০ জন শিক্ষার্থী নিয়ে। কালের আবর্তনে ফাইনাল ইয়ারে তার সংখ্যা দাড়িছে ২২০ জনে। সবার সাথেই আমাদের কিছু না কিছু স্মৃতি রয়েছে হয়ত সুখকর অথবা দুঃখের। একজন ব্যক্তির সবার কাছে ভালো হয়ে ওঠা সম্ভব নয় এটি আমি বিশ্বাস করি।কারন প্রত্যেকের ন্যাচার পৃথক-পৃথক। ২০১৯ থেকে ২০২৫ এ দীর্ঘতম জার্নি আমাদের শেষ তবে আমি বলব এ শেষ, শেষ নয় নতুন উদ্যমে শুরু। আবার আমাদের দেখা হবে জীবন নামক যুদ্ধক্ষেত্রে হয়ত সহযোদ্ধা হয়ে অথবা প্রতিপক্ষ হয়ে। আমরা প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্যের জায়গা থেকে লড়ে যাবো দেশ ও জাতির কল্যাণে।এ দীর্ঘতম যাত্রায় সবাইকে মনে থাকবে কিন্তু কিছু মুখ যাদের কথা উল্লেখ না করলে লেখনী পূর্নতা পাবে না তাদের মধ্যে শামিম, ফয়সাল,মাসুম অন্যতম। সর্বোপরি স্যার জে বি সে- বলেছেন যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে। এর ধারাবাহিকতায় বলবো আমাদের প্রত্যেককে এমন যোগান হিসেবে তৈরি করতে হবে যাতে করে আমরা নিজেরাই নিজেদের চাহিদা বৃদ্ধি করতে পারি। সবার সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি। ব্রজমোহন তোমার প্রতিটা ইট বালি ঘাসের স্পর্শ আমাদের মনে থাকবে। মনে থাকবে অশোক তোমাকেও। আমাদের কেউ ভুলিও না, মনে রাখিও। যতদিন এই বিশাল আকাশ,চন্দ্র,সূর্য রবে।
19222060215
"These memories will stay with me forever. Amazing documentation of our journey!"
Alumni 2020
"These memories will stay with me forever. Amazing documentation of our journey!"
Alumni 2020