Capturing Memories, Creating Stories
"এ শেষ, শেষ নয় নতুন উদ্যমে শুরু। কয়েক বছরের আগের কথা ক্যালেন্ডারে সময় তখন অক্টোবর ২০১৯। আর তুমি যখন বিষয় টি পড়ছো তখন অর্থনীতি ৫৬ তম ব্যাচ দীর্ঘতম অতীত আমাদের কাছে। অর্থনীতি ৫৬ তম ব্যাচের পথ চলা ৩৬০ জন শিক্ষার্থী নিয়ে। কালের আবর্তনে ফাইনাল ইয়ারে তার সংখ্যা দাড়িছে ২২০ জনে। সবার সাথেই আমাদের কিছু না কিছু স্মৃতি রয়েছে হয়ত সুখকর অথবা দুঃখের। একজন ব্যক্তির সবার কাছে ভালো হয়ে ওঠা সম্ভব নয় এটি আমি বিশ্বাস করি।কারন প্রত্যেকের ন্যাচার পৃথক-পৃথক। ২০১৯ থেকে ২০২৫ এ দীর্ঘতম জার্নি আমাদের শেষ তবে আমি বলব এ শেষ, শেষ নয় নতুন উদ্যমে শুরু। আবার আমাদের দেখা হবে জীবন নামক যুদ্ধক্ষেত্রে হয়ত সহযোদ্ধা হয়ে অথবা প্রতিপক্ষ হয়ে। আমরা প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্যের জায়গা থেকে লড়ে যাবো দেশ ও জাতির কল্যাণে।এ দীর্ঘতম যাত্রায় সবাইকে মনে থাকবে কিন্তু কিছু মুখ যাদের কথা উল্লেখ না করলে লেখনী পূর্নতা পাবে না তাদের মধ্যে শামিম, ফয়সাল,মাসুম অন্যতম। সর্বোপরি স্যার জে বি সে- বলেছেন যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে। এর ধারাবাহিকতায় বলবো আমাদের প্রত্যেককে এমন যোগান হিসেবে তৈরি করতে হবে যাতে করে আমরা নিজেরাই নিজেদের চাহিদা বৃদ্ধি করতে পারি। সবার সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি। ব্রজমোহন তোমার প্রতিটা ইট বালি ঘাসের স্পর্শ আমাদের মনে থাকবে। মনে থাকবে অশোক তোমাকেও। আমাদের কেউ ভুলিও না, মনে রাখিও। যতদিন এই বিশাল আকাশ,চন্দ্র,সূর্য রবে।"
19222060215
"আমরা অর্থনীতি বিভাগের ৫৬তম ব্যাচ, আমর ২০১৯-২০ সেশনের বন্ধুরা। আমাদের যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সালের অক্টোবরে। নতুন স্বপ্ন, নতুন সম্পর্ক, নতুন আশা নিয়ে আমরা কলেজ জীবনে পা রাখি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাঝপথে করোনা মহামারি এসে আমাদের থেকে কেড়ে নেয় এক অমূল্য বছর। বন্ধ দরজা-জানালা, নিঃশব্দ ক্লাসরুম, ভার্চুয়াল স্ক্রিনে সীমাবদ্ধ আড্ডা—সবকিছু যেন অচেনা বাস্তবতায় বন্দি করে দেয় আমাদের। তবুও সেই অন্ধকারের ভেতর থেকেও আমরা আলো খুঁজেছি। আবার যখন কলেজের আঙিনায় ফিরেছি, তখন প্রতিটি মুহূর্ত, প্রতিটি হাসি-কান্না আমাদের কাছে হয়ে উঠেছে দ্বিগুণ মূল্যবান। এই কয়েক বছরে আমাদের কলেজ শুধু পাঠশালা নয়—ছিল আমাদের স্বপ্নের আঁতুড়ঘর, হাসি-কান্নার ঠিকানা, অজস্র স্মৃতির ভাণ্ডার। সাইডের বেঞ্চে বসে শিক্ষকদের জ্ঞানের আলো কেবল পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ থাকেনি—তা ছুঁয়ে গেছে আমাদের হৃদয়, আমাদের চিন্তা-চেতনায় । বন্ধুদের আড্ডা, চায়ের কাপ হাতে অন্তহীন গল্প, ক্লাস ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে মজা—সব মিলিয়ে এ ছিল আমাদের জীবনের সবচেয়ে রঙিন দিনগুলো। এখন মনে হচ্ছে সময় যেন একটু থেমে যাক। বিদায় মানেই তো আলাদা হওয়া নয়, বরং নতুন পথে চলার শুরু। তবে এ কথা সত্য, কলেজ প্রাঙ্গণের প্রতিটি ইট-পাথর, প্রতিটি গাছপালা, প্রতিটি হাসিমুখ—চিরকাল আমাদের সাথে থেকে যাবে স্মৃতির অমলিন পাতায়। আমরা ৫৬তম ব্যাচ, অর্থনীতি বিভাগের বন্ধুরা—চিরদিন মনে রাখব আমাদের কলেজ, আমাদের শিক্ষক আর আমাদের অমূল্য বন্ধুত্বকে।"
19222060370